Department of Economics

অর্থনীতি বিভাগের সংক্ষিপ্ত পরিচিতি

ঐতিহ্যবাহী এম.সি.কলেজ, সিলেট এর অন্যতম বৃহৎ বিভাগ হচ্ছে অর্থনীতি বিভাগ। শিক্ষার পরিবেশ, শিক্ষকমন্ডলীর ঐকান্তিক প্রচেষ্টা এবং ছাত্র-শিক্ষকের যৌথ প্রয়াসে এই বিভাগ শিক্ষার গুনগতমান অর্জনে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এম.সি.কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকেই বিষয় হিসেবে অর্থনীতি এর যাত্রা শুরু। এরই ধারাবাহিকতায় ৬০ দশকের দিকে সম্মান এবং ১৯৯৩ সালে মাস্টার্স কোর্স চালু হয়।
 
ভৌগোলিক অবস্থান : কলেজ ক্যাম্পাসের দক্ষিণ প্রান্তে অডিটোরিয়াম সংলগ্ন একটি দোতলা ভবনে অর্থনীতি বিভাগ অবস্থিত।

 অবকাঠামো : শিক্ষকের অনুমোদিত পদসংখ্যা ১২ (বার)। প্রফেসর ১ জন, সহযোগী অধ্যাপক ৩ জন, সহকারি অধ্যাপক ৪ জন, প্রভাষক ৪ জন, এবং অতিরিক্ত প্রভাষক ১ জনসহ বর্তমানে কর্মরত শিক্ষক ১৩ জন। বিভাগীয় প্রধানের শীতাতপ নিয়ন্ত্রিত পৃথক কক্ষ রয়েছে। পাশাপাশি প্রত্যেক শিক্ষকের জন্য পৃথক পৃথক বসার ব্যবস্থা রয়েছে। দেশি-বিদেশি লেখকের অর্থনীতি বিষয়ক ও সংশ্লিষ্ট রেফারেন্স বুক ৮০৬৩ টি বইয়ের সংগ্রহসহ সমৃদ্ধ একটি সেমিনার রয়েছে। শ্রেণীকার্যক্রম পরিচালনার জন্য ০৫ টি শ্রেণিকক্ষ রয়েছে, একটি অফিস কক্ষ রয়েছে। একজন অফিস সহকারী ও দুইজন অফিস সহায়ক কর্মরত আছে। বিভিন্ন শ্রেণিতে অধ্যয়নরত মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ১৪০০ (এক হাজার চারশত) এর অধিক। অধ্যয়নরত শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় কৃতিত্বের সাথে উর্ত্তীণ হচ্ছে এবং প্রতি বৎসরই সরকারী ও বেসরকারী কর্মক্ষেত্রসহ আত্মকর্মসংস্থানমূলক কর্মকান্ডে নিজেদেরকে সম্পৃক্ত করতে সক্ষম হচ্ছে। পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রম যেমন দেশ-বিদেশের অধ্যাপক সহযোগে বিষয়ভিত্তিক সেমিনার এবং শিক্ষকবৃন্দের তত্ত¡াবধানে শিক্ষার্থীদের দ্বারা বিষয়ভিত্তিক সেমিনার আয়োজন অর্থনীতি বিভাগের নিয়মিত কার্যক্রমের অংশ। এছাড়া নবীনবরণ, কোর্স সমাপনী, বর্ষবরণ, বিভিন্ন জাতীয় দিবস উদ্যাপন, শিক্ষাসফরের আয়োজন অর্থনীতি বিভাগের ঐতিহ্য।

* শিক্ষাক্ষেত্রে সাফল্য:

২০১৬ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষায় জি.পি.এ ৩.০০-৩.৫০ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৮৩ জন এবং জি.পি.এ ৩.৫০-৫.০০ শিক্ষার্থীর সংখ্যা ০২ জন। এ বিভাগের ছাত্রী ফাহমিদা হক সর্বোচ্চ জিপিএ (৩.৬৬) ও ফাতেহা জান্নাত সর্বোচ্চ জিপিএ (৩.৫২) পেয়ে উর্ত্তীণ হয়।

২০১৭ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষায় জি.পি.এ ৩.০০-৩.৫০ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৬৭ জন

২০১৮ সালের অনার্স ফাইনাল পরীক্ষায় জি.পি.এ ৩.০০-৩.৫০ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৮৭ জন এবং জি.পি.এ ৩.৫০-৫.০০ শিক্ষার্থীর সংখ্যা ০২ জন। এ বিভাগের ছাত্র মো. কিবরিয়া সর্বোচ্চ জিপিএ (৩.৫৫) ও শারমিন আক্তার সর্বোচ্চ জিপিএ (৩.৫৩) পেয়ে উর্ত্তীণ হয়।

 

 

প্রফেসর মোহাম্মদ সাহাব উদ্দীন

অধ্যাপক

বিএসএস (অনার্স), ১ম শ্রেণিতে ৩য়, এমএসএস (অর্থনীতি), ১ম শ্রেণিতে ৩য়

Joining Date: 29-09-2024

ফৌজিয়া আজিজ

সহযোগী অধ্যাপক

বিএসএস (অনার্স), এমএসএস (অর্থনীতি)

Joining Date: 30-06-2021

মোসাম্মৎ জেবিন আক্তার

সহকারি অধ্যাপক

বিএসএস (অনার্স), এমএসএস (অর্থনীতি)

Joining Date: 09-11-2014

বিলাসী খাতুন

সহকারি অধ্যাপক

বিএসএস (অনার্স), এমএসএস (অর্থনীতি)

Joining Date: 11-11-2014

মল্লিকা দেব

সহকারী অধ্যাপক

বিএসএস (অনার্স), এমএসএস (অর্থনীতি)

Joining Date: 23-09-2019

রাহাত জাহান

সহকারী অধ্যাপক

বিএসএস (অনার্স), এমএসএস (অর্থনীতি)

Joining Date: 30-12-2021

সানজিদা সিদ্দিকা

সহকারী অধ্যাপক, অর্থনীতি (ইনসিটু- সংস্কৃত-এর বিপরীতে)

বিএসএস (অনার্স), এমএসএস (অর্থনীতি)

Joining Date: 30-12-2021

শাহান আলম

সহকারী অধ্যাপক (ইনসিটু)

বিএসএস (অনার্স), এমএসএস (অর্থনীতি)

Joining Date: 30-12-2021

সজীব দে

প্রভাষক

বিএসএস (অনার্স), এমএসএস (অর্থনীতি)

Joining Date: 01-06-2016

মনীষা রানী দাস

প্রভাষক

বিএসএস (অনার্স), এমএসএস (অর্থনীতি)

Joining Date: 02-05-2017

নিকসন দাশ

প্রভাষক

বিএসএস (অনার্স), এমএসএস (অর্থনীতি)

Joining Date: 02-05-2017