ইসলামী শিক্ষা বিভাগের সংক্ষিপ্ত পরিচিতি
হযরত শাহজালাল (রহ.)এঁর স্মৃতিবিজড়িত, নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর সিলেট- অতি প্রাচীন একটি জনপদ ।৩৬০ আউলিয়ার দেশ হিসেবে পরিচিত পুণ্যভূমি সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজ, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যাপীঠগুলোর অন্যতম । পাহাড় আর অরণ্যে ঘেরা শতাব্দী-প্রাচীন এই বিদ্যাপীঠে ঐতিহ্যের ধারক আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগ । অত্র বিভাগে ১৯৯২ সালে মাস্টার্স কোর্স চালু হয়। প্রতিবছর অসংখ্য শিক্ষার্থী অত্র বিভাগ থেকে পাশ করে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। বর্তমানে অত্র বিভাগে মাস্টার্স শেষপর্ব(নিয়মিত ও প্রাইভেট ),প্রিলিমিনারি টু মাস্টার্স(নিয়মিতও প্রাইভেট)এবংডিগ্রি পাস কোর্স ( নিয়মিত ও প্রাইভেট) চালু রয়েছে।উল্লেখ্য যে,আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগে অনার্স কোর্স চালু নেই,এমনকি সিলেট বিভাগের কোন কলেজেই উক্ত বিষয়ে অনার্স কোর্স চালু নেই। তাই আরবি ও ইসলামিক স্টাডিজ বিষয়ে অনার্স কোর্স চালু করা আশু প্রয়োজন।
সংক্ষিপ্ত পরিচিতি
বিভাগের নাম :আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগ
অবস্থান: টিনশেড ভবন
ধরন : স্নাতকোত্তর ওডিগ্রি পাস
একাডেমিক ভবন: ০১ টি
শ্রেণিকক্ষ: ০৩ টি
অফিস কক্ষ : ০১ টি
বিভাগীয় প্রধানের কক্ষ : ০১ টি
শিক্ষক পদসংখ্যা : ০৪টি
বর্তমানে কর্মরত: ০৩ জন
অফিস সহকারি: ০১ জন
প্রথম বিভাগীয় প্রধান: মোহাম্মদ ফজলে হক (মাস্টার্স কোর্স চালু থেকে)
বর্তমান বিভাগীয় প্রধান :মুহাম্মদ মাহমুদুল হাসান
ই-মেইল : islamicstudiesmcc@gmail.com