রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সংক্ষিপ্ত পরিচিতি
শত বছরের প্রাচীন ও সমৃদ্ধ বিদ্যাপীঠ মুরারিচাঁদ কলেজের বৃহত্তম বিভাগ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। প্রতিষ্ঠার শুরু থেকেই এই বিভাগ কলেজের সামগ্রিক সাফল্যে গৌরবময় অবদান রেখে আসছে। মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদেরকে মানবিক গুণাবলিসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই বিভাগ কাজ করে যাচ্ছে।
১৯৭১-৭২ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে মুরারিচাঁদ কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স কোর্স চালু হলেও শিক্ষক স্বল্পতা ও অন্যান্য কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তিকৃত শিক্ষার্থীদেরকে সরাসরি বিশ্ববিদ্যালয়ে নিয়ে যায় এবং পরের শিক্ষাবর্ষেও (১৯৭২-৭৩) এর পুনরাবৃত্তি ঘটে। তবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যাত্রা শুরু হয় ১৯৭৩-১৯৭৪ শিক্ষাবর্ষে অনার্স কোর্সের শিক্ষার্থীদের পাঠদানের মাধ্যমে। সে হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ৪৭ বছরের ঐতিহ্যের ধারক। ১৯৯২ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স কোর্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে আসে এবং ঐ বছরেই মাস্টার্স (মাস্টার্স শেষ পর্ব) কোর্স চালু হয়। এছাড়া এই বিভাগে প্রিলিমিনারি টু মাস্টার্স কোর্স (মাস্টার্স ১ম পর্ব) চালু রয়েছে।
বর্তমানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ১২ জন উদ্যমী শিক্ষক কর্মরত রয়েছেন যাদের মধ্যে রয়েছে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল। বিভাগে অধ্যয়নরত মোট শিক্ষার্থীর সংখ্যা ১৪০০। বিভাগের ১টি মাল্টিমিডিয়া ক্লাসরুমসহ মোট ৫ টি ক্লাসরুম রয়েছে, রয়েছে প্রায় ৮০০০ বই সমৃদ্ধ একটি সেমিনার লাইব্রেরি।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত পরীক্ষাসমূহে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য সাফল্যসমূহ নিম্নরূপঃ
১৯৯৬ সালে অনার্স পরীক্ষায় ১ম স্থান,
২০০৬ সালে অনার্স পরীক্ষায় ১ম স্থান,
২০০৮ সালে মাস্টার্স শেষ পর্ব পরীক্ষায় ১ম শ্রেণি প্রাপ্ত ১০ জনের মধ্যে ২য়, ৫ম ও ৭ম স্থান;
২০০৮ সালে মাস্টার্স ১ম পরীক্ষায় ১ম স্থান,
২০১০ সালে মাস্টার্স শেষ পর্ব পরীক্ষায় মোট ২৩ টি ১ম শ্রেণিসহ ১ম স্থান,
২০১৩ সালে অনার্স পরীক্ষায় সর্বোচ্চ জিপিএ ৩.৪৯ (৪ এর মধ্যে),
২০১৩ সালে মাস্টার্স শেষ পর্ব পরীক্ষায় মোট ৬৭ টি ১ম শ্রেণি।
ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ অবদান রয়েছে। কলেজের বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও সাফল্য রয়েছে। জেলা, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক ক্ষেত্রে শিক্ষার্থীরা সাফল্যের স্বাক্ষর রেখেছে। এছাড়া রক্তদানসহ কলেজের বিভিন্ন কার্যক্রমে শিক্ষার্থীরা সক্রিয় অংশগ্রহণ করে আসছে। বিভাগ থেকে নিজস্ব স্মরণিকা ‘লিবার্টি’প্রকাশিত হয়। এই বিভাগের উল্লেখযোগ্য সংখ্যক গ্র্যাজুয়েট বিসিএস ক্যাডারসহ বিভিন্ন সরকারি বেসরকারি সার্ভিসে কর্মরত রয়েছেন।
২০১৭ সালে রাষ্ট্রবিজ্ঞান বিভাগেরই প্রাক্তন শিক্ষার্থী, বরেণ্য সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, তৎকালীন বিভাগীয় প্রধান প্রফেসর শামীমা আখতার চৌধুরীর (বর্তমান উপাধ্যক্ষ, সিলেট সরকারি মহিলা কলেজ) নেতৃত্বে ৮ জুলাই, ২০১৭ তারিখে ‘রাষ্ট্রবিজ্ঞান উৎসব ও বিদায়ী শিক্ষাবিদ সম্মানন অনুষ্ঠান’ সফলভাবে আয়োজিত হয়, যা ছিলো এক অনন্য ও উৎসবমুখর আয়োজন। এই অনুষ্ঠানের বর্ণিল আয়োজনের মধ্যে ছিলো ১৩ জন বিদায়ী শিক্ষাবিদ (প্রাক্তন বিভাগীয় প্রধান/শিক্ষক) -কে সংবর্ধনা প্রদান, বিভাগীয় ম্যাগাজিন ‘লিবার্টি -এর মোড়ক উন্মোচন, স্মৃতিচারণ, ‘উৎসের সন্ধানে’শীর্ষক তথ্যচিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ বিভাগ এবং কলেজের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।
প্রফেসর ড. মো: আসিরুল হক
অধ্যাপক
বিএসএস (অনার্স), এমএসএস (রাষ্ট্রবিজ্ঞান), এমফিল, পিএইচডি
Joining Date: 21-03-2023
জীবন কৃষ্ণ আচার্য্য
সহযোগী অধ্যাপক
বিএসএস (অনার্স), এমএসএস (রাষ্ট্রবিজ্ঞান)
Joining Date: 15-11-2014
মোহাম্মদ জামাল উদ্দিন
সহকারী অধ্যাপক
বিএসএস (অনার্স), এমএসএস (রাষ্ট্রবিজ্ঞান)
Joining Date: 15-05-2013