প্রাণিবিদ্যা বিভাগের সংক্ষিপ্ত পরিচিতি
প্রাণিবিদ্যা বিভাগ এম.সি.কলেজ, সিলেট একটি স্বনামধন্য বিভাগ। ১৯৩৬ খ্রি. থেকে এই বিভাগের যাত্রা শুরু হয়। এই বিভাগে প্রদর্শকসহ মোট শিক্ষক পদের সংখ্যা ৯টি এবং ছাত্র-ছাত্রীর সংখ্যা ৬ শতাধিক। অনার্স-মাস্টার্স কোর্স চালু হওয়ার পর চলতি শিক্ষাবর্ষ পর্যন্ত শতাধিক ছাত্র-ছাত্রী প্রথম শ্রেণিতে পাস করার কৃতিত্ব অর্জন করেছে।
প্রাণিবিদ্যা বিভাগের প্রাক্তন ছাত্র মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ জাকির হোসেন ও মোহাম্মদ কামারজ্জামান ২৪ তম বি.সি.এস এবং অঞ্জন সরকার ৩৬ তম বি.সি.এস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে মোহাম্মদ হেলাল উদ্দিন এই বিভাগে সহকারী অধ্যাপক এবং অঞ্জন সরকার প্রভাষক হিসেবে কর্মরত। এছাড়াও জনাব মোহাম্মদ আনোয়ার হোসেইন,প্রভাষক,প্রাণিবিদ্যা অত্র বিভাগের একজন প্রাক্তন কৃতী শিক্ষার্থী। এই বিভাগের ছাত্র মোহাম্মদ ফারুক মিয়া এবং ছাত্রী সুলতানা বেগম বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কর্মরত।
বিভাগের কার্যক্রম শুরু : ১৯৩৬ খ্রি.
স্নাতক পর্যায়ের কোর্স শুরু : ১৯৭২ খ্রি.
অনার্স কোর্স শুরু : ১৯৯৪ খ্রি. ; বর্তমান আসন সংখ্যা : ১২০
মাস্টার্স ১ম পর্ব : ১৯৯৭ খ্রি. ; বর্তমান আসন সংখ্যা : ১০০
মাস্টার্স শেষপর্ব শুরু : ১৯৯৭ খ্রি. ; বর্তমান আসন সংখ্যা : ১০০
ফলাফল : ২০১৮ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষায় ৭৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে জিপিএ-৩ প্রাপ্ত হয়েছে ২৫ জন।
২০১৭ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষায় ৬৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে জিপিএ-৩ প্রাপ্ত হয়েছে ২৬ জন।
২০১৭ সালের মাস্টার্স শেষপর্ব পরীক্ষায় ৮৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে জিপিএ-৩ প্রাপ্ত হয়েছে ৩২ জন।
২০১৬ সালের মাস্টার্স শেষপর্ব পরীক্ষায় ৭৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে জিপিএ-৩ প্রাপ্ত হয়েছে ২৭ জন।
বিভাগের শিক্ষক পদ সংখ্যা : ০৯ (অধ্যাপক : ০১,সহযোগী অধ্যাপক : ০১,সহকারী অধ্যাপক : ০২,প্রভাষক : ০৪ এবং প্রদর্শক : ০১) জন
বর্তমানে কর্মরত শিক্ষক-সংখ্যা : ০৭ জন
উল্লেখ্য যে, প্রদর্শক পদে বর্তমানে কোনো শিক্ষক কর্মকর্তা নাই।
অফিস সহকারী : ০১ জন।
অফিস সহায়ক : ০৩ জন।
সেমিনার লাইব্রেরিতে বইয়ের সংখ্যা প্রায় ২৫০০ টি।
ল্যাব : ০৫ টি।
মিউজিয়াম : ০১ টি ।
সহশিক্ষা কার্যক্রমে এই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য। এই বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন বি.এন.সি.সি, এম.সি.কলেজ-এর প্লাটুন কমান্ডারের দায়িত্ব পালন করছেন। অত্র বিভাগের ছাত্র মোঃ রাশেদুল ইসলাম রোভার স্কাউটস, এম.সি.কলেজ-এর পক্ষে বিভিন্ন পর্যায়ে সিলেট বিভাগে বহু পুরস্কার অর্জন করেছে। এছাড়াও বিভাগের শিক্ষার্থী মোঃ নুরুল আলম শাহেদ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৮ এ রানার্সআপ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৭ এ অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৫ এ রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে। বিজয় দিবস উপলক্ষ্যে আন্ত:বিভাগীয় ভলিবল প্রতিযোগিতা-২০১৭ এ অংশগ্রহণ করে রানার্স-আপ এবং ক্রিকেট প্রতিযোগিতা-২০১৪ এ রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে। বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ উদ্যাপন ২০২০ এ ০৩ জন শিক্ষার্থী কৃতিত্ব অর্জন করেছে।
প্রাণিবিদ্যা বিভাগ শিক্ষার্থীদের জন্য একটি শিক্ষাবান্ধব পরিবেশ গড়ার লক্ষ্যে বিশ^মানের ছাত্র তৈরীতে অঙ্গীকারাবদ্ধ।
প্রফেসর বিজন কুমার চক্রবর্ত্তী
অধ্যাপক
বিএসসি (অনার্স) এমএসসি, প্রাণিবিজ্ঞান
Joining Date: 02-12-2024