ইতিহাস বিভাগের সংক্ষিপ্ত পরিচিতি
ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজ,সিলেট ২০০৪-২০০৫ শিক্ষাবর্ষ্ হতে ইতিহাস বিভাগে অনার্স্ কোর্স্ চালু হয়। ২০১০-২০১১ শিক্ষাবর্ষ্ হতে (নিয়মিত) মাস্টার্স্ কোর্স্ চালু হয়। বর্তমানে ডিগ্রি (অনার্স) কোর্স, ডিগ্রি (পাস) কোর্স, মাস্টার্স ১ম পর্ব নিয়মিত,(প্রাইভেট) মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত/প্রাইভেট) কোর্স চালু রয়েছে। এইপর্য্ন্ত বেশ কয়েকটি ব্যাচ তাদের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় কৃতকার্য্ হয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। বর্তমানে এই বিভাগের শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৭০০ জন। শিক্ষক আছেন ০৪ জন ২০১৭ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষায় ৮৯ জন নিয়মিত শিক্ষার্থী অংশগ্রহণ করে ২৪ জন ১ম বিভাগে উত্তীর্ণ্ হয়।এবং ২০১৮ সালের অনার্স ৪র্থ্ বর্ষের পরীক্ষায় ৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ২৮ জন শিক্ষার্থী ১ম বিভাগে উত্তীর্ণ্ হয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখে ।
অবকাঠামোঃ বিভাগীয় প্রধান এর কার্যালয়, শিক্ষকমন্ডলীর জন্য নির্ধারিত রুম ও বিপুল সংখ্যক বইয়ে সমৃদ্ধ সেমিনার রুম, অফিস রুম এবং প্রযেক্টর ক্লাশরুম।
বিভাগ কর্তৃক আয়োজনঃ নবীনবরণ, শিক্ষাসফর, উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম নিয়মিত আয়োজন করা হয়।