রসায়ন বিভাগের সংক্ষিপ্ত পরিচিতি
ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজ, সিলেটের নয়নাভিরাম ক্যাম্পাসের পূর্ব পার্শে^ দ্বিতল ভবন বিশিষ্ট রসায়ন বিভাগের অবস্থান। ১৯২৭ সালে রসায়ন বিভাগে সম্মান শ্রেণীতেপাঠদান কার্যক্রম শুরুহয়। বর্তমানে বিভাগটিতে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ৪৮০ জন এবং এই বিভাগের অধীনে এইচ.এস.সি, বি.এসসি (পাস), ননমেজর কোর্স, বিএসসি (সম্মান), প্রিলীমিনারী টু মাস্টার্স ও মাস্টার্স শেষ পর্ব ইত্যাদি কোর্সে পাঠদান কার্যক্রম পরিচালনা করা হয়। প্রচীন এ বিদ্যাপীঠের রসায়ন বিভাগটিতে রয়েছে বিভাগীয় প্রধান ও শিক্ষক মন্ডলীর জন্য নির্ধারিত কক্ষ, শিক্ষার্থীদের জন্য ডিজিটাল ক্লাসরুম, সমৃদ্ধ সেমিনার এবং থিসিস কার্যক্রম পরিচালনার জন্য তিনটি ল্যাবরেটরি। রসায়ন বিভাগের বর্তমান ছাত্রছাত্রীদের সমন্বয়ে একটি ’কেমিস্ট্রি ক্লাব’এবং প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে গঠনকরা হয়েছে ‘কেমিস্ট্রি এলামনাইএসোসিয়েশন’। নির্ধারিত পাঠক্রম এর পাশাপাশি বিষয়ভিত্তিক সেমিনার আয়োজন, শিল্প ও শিক্ষাসফর, বনভোজন, নবীনবরণ, খেলাধুলা, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকান্ড, বিষয়ভিত্তিক বিতর্ক, বিদেশি ভাষা শিক্ষা ইত্যাদি কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়া রসায়ন বিভাগ থেকে বিজ্ঞান ভিত্তিক বাৎসরিক প্রকাশনা ‘আলকেমি’ প্রকাশিত হয়।