সমাজবিজ্ঞান বিভাগের সংক্ষিপ্ত পরিচিতি
বিভাগ পরিচিতি : ঐতিহ্যবাহী এম.সি. কলেজ সিলেটে ০২/০৯/১৯৭২ খ্রি: সমাজবিজ্ঞান বিষয় প্রবর্তন হয়। পরবর্তীতে ১৯৯৪-১৯৯৫ শিক্ষাবর্ষে মাস্টার্স কোর্স প্রবর্তন করা হয়। প্রারম্ভিক আসন সংখ্যা ৫০ এবং বর্তমান আসন সংখ্যা ৩০০। ১৯৯৭-৯৮ শিক্ষাবর্ষে অনার্স কোর্স প্রবর্তন করা হয়। প্রারম্ভিক আসন সংখ্যা ছিল ৬০ বর্তমান আসন সংখ্যা ২১০।
এ বিভাগে মঞ্জুরীকৃত শিক্ষক পদসংখ্যা নি¤œরুপ :
সহযোগী অধ্যাপক : ০১
সহকারী অধ্যাপক : ০১
প্রভাষক : ০২
বিভাগের কার্যক্রম :
ছাত্র-ছাত্রীদের ভর্তি কার্যক্রম পরিচালনা করা।
একাডেমিক কার্যক্রম নিয়মিত ভাবে পরিচালনা করা।
পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যাবলী সম্পন্ন করা।
সমাজ গবেষণামূলক কার্যক্রমে শিক্ষার্থীদের নিয়োজিত করা। (যেমন-মনোগ্রাফ ও টার্মপেপার লিখন)
সেমিনার কার্যক্রম পরিচালনা সহ পাঠক্রম বর্হিভূত বিষয়ে জ্ঞানার্জনে শিক্ষার্থীদের উদ্ভুদ করা।
সহপাঠ ক্রমিক কার্যক্রম।যেমন-কবিতা পাঠের আসর,বিভিন্ন দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা,নিয়মিত খেলাধূলায় অংশগ্রহনে শিক্ষার্র্থীদের উদ্ভূদ্ধ করা।
রোভার স্কাউট,বিএনসিসি,রেড ক্রিসেন্ট সোসাইটিতে অংশ গ্রহনের জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করা।
কৃতী শিক্ষার্থী :
২০০৮ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষায় ১জন শিক্ষার্থী প্রথম শ্রেনীতে উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করে।
২০০৯ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষায় ১১ জন শিক্ষার্থী প্রথম প্রথম শ্রেনীতে উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করে।
২০১০ সালে একই পরীক্ষায় ১৩ জন প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হবার গৌরব অর্জন করে।
২০১০ সালের সম্মান চূড়ান্ত পরীক্ষায় ১ জন ছাত্রী প্রথম শ্রেণিতে প্রথম হওয়ার গৌরব অর্জন করে।
২০১১ সালের সম্মান চূড়ান্ত পরীক্ষায় ১ জন ছাত্রী প্রথম শ্রেণিতে প্রথম হওয়ার গৌরব অর্জন করে।
২০১১ সালের কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অত্র বিভাগের ১জন ছাত্রী চ্যাম্পিয়ন হওয়ার খেতাব অর্জন করে।
২০১২ সালের কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অত্র বিভাগের ১জন ছাত্রী রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।