Department of Statistics

পরিসংখ্যান বিভাগের সংক্ষিপ্ত পরিচিতি

প্রতিষ্ঠা         : ০১/০৯/১৯৬৫ 
প্রথম কোর্স     : উচ্চ মাধ্যমিক ও ডিগ্রী (পাস)
অনার্স কোর্স     : ২০০৪-২০০৫ শিক্ষাবর্ষ হতে চালু হয়।
মাস্টার্স কোর্স     : ২০১০-২০১১ শিক্ষাবর্ষ হতে চালু হয়। 
শিক্ষক পদ     : সহযোগী অধ্যাপক-১,সহকারী অধ্যাপক-১ ও প্রভাষক-২ (শূন্য)
পরিসংখ্যান বিভাগ প্রতিষ্ঠার পর হ'তে এখন পর্যন্ত সুনামের সাথে একাডেমিক কার্যক্রম পরিচালনা করে আসছে। অনার্স কোর্স অল্পদিন আগে চালু হলেও প্রতি বছরে শিক্ষার্থীদের ফলালফ সন্তোষজনক। ২০১১ সাল পর্যন্ত তিনটি ব্যাচে মোট ২৩জন শিক্ষাথী অনার্স পাস করেছে যার মধ্যে প্রথম শ্রেণীতে উর্ত্তীণ হয়েছে ৪জন। বর্তমানে বিভিন্ন বর্ষে বিভাগের শিক্ষার্থী সংখ্যা প্রায় ৩০০ এবং সকলের ফলাফল সন্তোষজনক। 
এই বিভাগে অনেক গুণী শিক্ষক শিক্ষকতা করছেন। প্রথম শিক্ষক হিসেবে যোগদান করেন প্রফেসর আকবর আলী। এরপর প্রফেসর আবুল হোসনে মিঞা,যিনি পরবর্তীতে পাবনা এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ হিসেবে অবসরে যান। এছাড়া বিভাগের সবচেয়ে জনপ্রিয় শিক্ষক ছিলেন প্রফেসর হিমাংশু তালুকদার। ২০০৭ সালে মৃত্যুবরণ করলেও তাঁর নাম সিলেটবাসী মনে রেখেছেন। 
পর্যাপ্ত অর্থের অভাবে এখনও চালু করা না গেলেও কম্পিউটার ল্যাবের একটি কক্ষ বরাদ্দ আছে। সল্প সময়ের মধ্যে ল্যাব চালুর বিষয়টি প্রক্রিয়াধীন। 

মোহাম্মদ মহসিন আলী

সহযোগী অধ্যাপক

বি.এসসি(অনার্স) এমএসসি(পরিসংখ্যান

Joining Date: 30-06-2021